হরি ওম,
২৬শে জানুয়ারী ২০১৪, মহারাষ্ট্র মণ্ডল, কলকাতাতে অনুষ্ঠিত হল পরম পূজ্য বাপুর গুণসংকীর্তন । মুখ্য বক্তা ছিলেন মুম্বাই ও পুনা হতে আগত গৌরাঙ্গ সিং ওয়াগলে, অপূর্ব সিং সরকার ও বিদ্যা বীরা চন্দ্রাভারকার ।
পরম পূজ্য বাপুর কৃপায় অপূর্ব সিং সরকারের অনুভব কথন শুনলাম । তিনি বললেন - ভক্তিমার্গ কি তা আমি জানি না, আমি শুধু জানি 'বাপু' এক শক্তি আমাদের কাছে আছে যে আমাকে সব সময় রক্ষা করছে । খারাপ সময় মানুষের জীবানে আসবেই কিন্তু ওই সময় তাড়াতাড়ি কাটিয়ে ওঠার জন্যে সেই সামর্থ্য তা আমাকে বাপু দেবেন । তিনি আরও বলেন যে বাপুর সঙ্গে কথা বলার সহজ উপায় তাঁর ফটোর সঙ্গে কথা বলা । সেই কথা বাপুর কাছে সঙ্গে সঙ্গে পৌছায় ।
গৌরাঙ্গ সিং ওয়াগলে তার গুণসংকীর্তনে বললেন - সদ্ গুরু বাপু সকলের চেয়ে আলাদা কারন বাপুর দর্শন পেতে গেলে কোন অর্থ লাগে না । বাপু সবাইকে প্রবচন দেন হরিগুরুগ্রাম, বান্দ্রাতে । উনি বলেন - কবচ, মাদুলি,বহুমূল্য রত্ন ধারণ করে কিছু হয় না । করবার বা করাবার ক্ষমতা একমাত্র একজনেরই আছে, তিনি হচ্ছেন 'সাই রাম' । বাপু বলেন - ভালো ভাবে বাঁচ, ভয়হীন হয়ে বাঁচ । ভগবানকে ভয় পেয়ো না , ভগবান কখনো কোপ দৃষ্টিতে তাঁর সন্তানের দিকে তাকায় না । ভগবাকে ভালোবাসো, তাঁর নাম স্মরণ কর । বাপু আমাদের সঙ্গে সর্বদা আছেন এবং থাকবেন । আমরা যখন তাঁর ইচ্ছেতে তাঁর নিকট এসেছি, তিনি কথা দিয়েছেন তিনি আমাদের ছেড়ে কখনো যাবেন না ।
২৬শে জানুয়ারী ২০১৪, মহারাষ্ট্র মণ্ডল, কলকাতাতে অনুষ্ঠিত হল পরম পূজ্য বাপুর গুণসংকীর্তন । মুখ্য বক্তা ছিলেন মুম্বাই ও পুনা হতে আগত গৌরাঙ্গ সিং ওয়াগলে, অপূর্ব সিং সরকার ও বিদ্যা বীরা চন্দ্রাভারকার ।
পরম পূজ্য বাপুর কৃপায় অপূর্ব সিং সরকারের অনুভব কথন শুনলাম । তিনি বললেন - ভক্তিমার্গ কি তা আমি জানি না, আমি শুধু জানি 'বাপু' এক শক্তি আমাদের কাছে আছে যে আমাকে সব সময় রক্ষা করছে । খারাপ সময় মানুষের জীবানে আসবেই কিন্তু ওই সময় তাড়াতাড়ি কাটিয়ে ওঠার জন্যে সেই সামর্থ্য তা আমাকে বাপু দেবেন । তিনি আরও বলেন যে বাপুর সঙ্গে কথা বলার সহজ উপায় তাঁর ফটোর সঙ্গে কথা বলা । সেই কথা বাপুর কাছে সঙ্গে সঙ্গে পৌছায় ।
গৌরাঙ্গ সিং ওয়াগলে তার গুণসংকীর্তনে বললেন - সদ্ গুরু বাপু সকলের চেয়ে আলাদা কারন বাপুর দর্শন পেতে গেলে কোন অর্থ লাগে না । বাপু সবাইকে প্রবচন দেন হরিগুরুগ্রাম, বান্দ্রাতে । উনি বলেন - কবচ, মাদুলি,বহুমূল্য রত্ন ধারণ করে কিছু হয় না । করবার বা করাবার ক্ষমতা একমাত্র একজনেরই আছে, তিনি হচ্ছেন 'সাই রাম' । বাপু বলেন - ভালো ভাবে বাঁচ, ভয়হীন হয়ে বাঁচ । ভগবানকে ভয় পেয়ো না , ভগবান কখনো কোপ দৃষ্টিতে তাঁর সন্তানের দিকে তাকায় না । ভগবাকে ভালোবাসো, তাঁর নাম স্মরণ কর । বাপু আমাদের সঙ্গে সর্বদা আছেন এবং থাকবেন । আমরা যখন তাঁর ইচ্ছেতে তাঁর নিকট এসেছি, তিনি কথা দিয়েছেন তিনি আমাদের ছেড়ে কখনো যাবেন না ।
।।ওম মনঃ সামর্থ্যদাতা শ্রী অনিরুদ্ধায় নমঃ ।।