রামনাম সেবা

শ্রী অনিরুদ্ধ বাপু "অনিরুদ্ধস্ ইউনিভার্সাল ব্যাঙ্ক অফ রামনাম" প্রকল্পটি শুরু করেন ১৮ই অগাস্ট, ২০০৫, শ্রী হারিগুরুগ্রামে প্রবচন কালের শুভ মুহূর্তে। এটি সম্পূর্ণরূপে ঈশ্বরের অনুগত একটি বই।

এই প্রকল্পটির অন্তর্নিহিত অর্থ হল - ঈশ্বর এবং তাঁর মহিমা স্মরণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধাবানদের জীবনে সুখ এবং নিষ্ঠা বাড়িয়ে তোলা।

এই প্রকল্পটিতে শ্রদ্ধাবানরা একটি নোটবুকের প্রতিটি পাতায় ভগবানের নাম লেখেন। প্রতিটি পাতায় রয়েছে শ্রী হনূমানজির ছবির জলছাপ।

রামনামের ব্যাঙ্ক একাউন্ট খুলতে গলে, অন্তত একটি রামনামের বই সম্পূর্ণ জমা দিতে হবে।

এই বই লেখার দরুন আমরাতো সুরক্ষিত থাকিই, যাদের উৎসর্গ করে লিখি, তারাও তাদের সমস্যা থেকে রক্ষা পায়। 

বাপু বলেন, এই প্রকল্পটি ভক্তি ব্যাঙ্কের মতো, আমরা যতগুন লিখব, আমাদের ভক্তির ভান্ডার ততগুনে পরিপূর্ণ হবে। পরে যখন আমরা নিজেদের প্রারব্ধের কারণে বিপদের সম্মুখীন হব, তখন বাপু আমাদের এই ভক্তির ভান্ডার থেকে নিয়ে নিজেদের প্রারব্ধের বিরুদ্ধে যুঝবার বল প্রদান করবেন।

কলকাতায় রামনাম ব্যাঙ্কের সমন্ধ্যে আরো বিস্তারিত জানতে নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করুন।