Saturday, March 30, 2013

সাই নিবাসে ২০১২ সালের হলি উৎসব

পরম পূজ্য সদ্গুরু শ্রী অনিরুদ্ধ বাপুর উপস্থিতে ২০১২ সালের হ লি উসব  অতি আনন্দের সহিত পালিত হয়েছিল ৭ ই মার্চ ২০১২ সালে বান্দ্রা  (পশ্চিম), মুম্বইয়ের সাই নিবাসে এবং হাজার হাজার শ্রদ্ধাবান সাই নিবাসে তাঁর দর্শন লাভ করেছিল।

চিরাচরিত প্রথা অনুযায়ী বাপুকে অভ্যর্থনা করা হয়েছিল এবং তার পর বাপু সরাসরি সাই নিবাসের দেওঘরের উদ্দেশ্যে যান দর্শনের নিমিত্তে। তারপরই পরম পূজ্য বাপুর উপস্থিতিতে হলি উসবের পবিত্র পূজনের  শুভারম্ভ হয়।


আরতি সমাপনের পর পরম পূজ্য বাপু চেতন সিংহ দাভে াল কার, জগদীশ সিনহ চবল ও  শীলা বীরা চবলের কপালে বুক্কা বা আবির স্পর্শ করেন এবং তারপর শুভারম্ভ হয় অখন্ড জপের "ওম সাই শিবায় সাই রামায় সাই কৃষ্ণায়"।  

প্রত্যেক শ্রদ্ধাবান এই পবিত্র অখন্ড জপ করবার সুযে  া গ লাভ করেছিল।
প্রত্যেক শ্রদ্ধ্াবান সাই নিবাসে তুলসী বৃন্দাবনের নিকট সুদীপ প্রজ্জ্বলিত করেছিল এবং প্রসাদ রূপে পূরণপলি লাভ করেছিল।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.