করেছিলেন তাঁর নিকটে থাকা অমূল্য হরিদ্রাকে শ্রদ্ধাবান্ দের হাতে তুলে দেওয়ার জন্য। ঐ পবিত্র হৃদ্রাকে তিনি একটি পঞ্চ ধাতু নির্মিত বড় পাত্রের মধ্যে রাখেন।
রুদ্র গৌরি হরিদ্রা গৃহের সকল অশুভকে দূর করে শুভের সূচনা করে।
এখন হতে রুদ্র গৌরি হরিদ্রা শ্রী অনিরুদ্ধ গুরুক্ষেত্রমে সর্বদা শ্রদ্ধাবানদের নিমিত্তে রাখা থাকবে।
রুদ্র গৌরি হরিদ্রা সাধারন হলুদের সহিত মিশ্রিত করে প্রার্থনা কক্ষে রাখা যেতে পারে এবং তা দৈনন্দিন জীবনে ব্যবহার করা যেতে পারে।
শ্রদ্ধাবানরা যেই রূপে রুদ্র গঙ্গা উদিকে ব্যবহার করেছেন সেই রূপে রুদ্র গৌরি হরিদ্রাও ব্যবহার করবেন।
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.