Saturday, March 30, 2013

শ্রী মাঘি গণপতি জন্মৎসব

পরম পূজ্য শ্রী শ্রী অনিরুদ্ধ বাপুর তত্ত্বাবধানে ২৬ শে জানুয়ারি ২০১২ সালের মাঘি গণপতি জন্মৎসব অনিরুদ্ধ উপাসনা ফাউন্ডেশনের দ্বারা সংঘটিত হয়েছিল।

এই উৎসবের স্থান ছিল উত্তর ভারতীয় সংঘ,
বান্দ্রা (পূর্ব ) মুম্বই , সকাল ৮ টা হতে রাত্রি ১০ টা


এই উৎসবের বৈসিষ্ঠ সমূহ: 

১. বৈদিক রীতি অনুসারে শ্রী অষ্ট বিনায়ক পূজন (শ্রী ব্রাহ্মনস্পতি সুত্র অনুসারে)।
২. শ্রী গনেশ প্রতিস্থাপনা যজ্ঞ।
৩. আটটি পবিত্র নদীর জল দ্বারা অভিষেক এবং শ্রী অষ্টার্বশির্ষ পঠন ।

এই  যজ্ঞের প্রধান উপদেষ্টা ছিলেন ডা: পরুষ সিংহ। 

শ্রী হরিগুরুগ্রামে অনিরুদ্ধ উপাসনা ফাউন্ডেশনের দ্বারা শ্রী অষ্ট বিনায়ক দর্শনের ব্যবস্থা করা হয়েছিল ২ রা ফেব্রুয়ারি ২০১২ বৃহস্পতিবার দিন সন্ধে ৬ টা  থেকে শ্র্দ্ধাবানদের জন্য।

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.