Saturday, March 30, 2013

শ্রী অনিরুদ্ধ গুরুক্ষেত্রমে গনেশ উৎসব ২০১২

 শ্রী গনেশের অভ্যর্থনার উদ্দেশ্যে ১৮ই  সেপ্টেম্বর ২০১২ সন্ধে ৬.১৫ তা নাগাদ  মিছিলের শুভারম্ভ হয়েছিল বান্দ্রার লিংক রোড স্থিত আর্মেসনের নিকট হতে এবং সেই মিছিল হ্যাপী হো মে  আসে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ।

সমগ্র মিছিলটি কোনরকম যানজটের কারন না হয়ে শান্তিপূর্ণ ভাবে এগিয়ে গিয়েছিল।

হ্যাপী হোমে  বাপু, আই, দাদা শ্রী গণপতি বাপ্পাকে অভ্যর্থনা করবার পূর্বে সকল শ্রদ্ধাবান যারা ঐ মিছিলে অংশ গ্রহণ করেছিল তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। 

প্রথম দিন

পরম পূজ্য বাপু , নন্দাই এবং সূচিত দাদার উপস্থিতে স্বপ্নিল সিংহ ও পৌরুষ সিংহের দ্বারা সকাল ১১ টা নাগাদ গণেশ চতুর্থীর পূজা সংঘটিত হয়েছিল।

বাপু রচিত "শ্রী গনেশ পূজা বিধি" পুস্তিকার সহজ সরল বিধি অনুসারে এই পূজা সংঘটিত হয়েছিল।
পূজা সমাপ্তির পর পরম পূজ্য বাপু, নন্দা ই  ও দাদা শ্রী গনেশের সম্মুখে লো টাঙ্গন ন করেছিলে। এই বছর শ্রী গনেশ শ্রী বরদা বিনায়ক নাম পূজিত হয়েছেন। তারপর দর্শনের নিমিত্তে স্বয়ম্ভু গনেশকে নিয়ে গিয়ে স্থাপনা করা হয় মুরারকা গনেশের পাশে।

রাত্রি ৯.১৫ টা নাগাদ ম্হারতির শুভারম্ভ হয়। পরম পূজ্য বাপু , নন্দাই এবং সূচিত দাদা গণপতি বাপ্পা এবং মথি আই মহিষাসুর মর্দিনীর  আরতি করেন।

দ্বিতীয়  দিন 

পরম পূজ্য নন্দাই সমগ্র স্থানটি পরিদর্শন করেন এবং যে সকল শ্রদ্ধাবান শ্রী গণপতি বাপ্পাকে দর্শনের নিমিত্তে দাড়িয়েছিলেন তাদের সকলের সহিত কথা বলেন এবং সারিতে দাড়ানো সর্বশেষ শ্রদ্ধাবানও তার কৃপা থেকে বঞ্চিত হননি।

তৃতীয় দিন

২১ সে সেপ্টেম্বর ২০১২ শ্রী গনেশ উৎসবের তৃতীয় দিন বিকেল ৫ টা নাগাদ পুনর্মিলাপ মিছিল শুরু হয়েছিল। পরম পূজ্য বাপু স্বয়ং তার সকল শ্রদ্ধাবান বন্ধুদের সহিত মিছিলে অংশ গ্রহণ করেছিলেন। 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.