Saturday, March 30, 2013

অহল্যা সংঘ


পরম পূজনীয়া নন্দাইয়ের তত্ত্বাবধানে মহিলাদের জন্য এই কার্যক্রম সারাবছর ধরে চলে।
বর্তমান সমাজে যেখানে সচেতনতা পুরমাত্রাতে রয়েছে সেখানে তাসত্ত্বেও মহিলারা সঠিক ব্যবহার নিজের পরিবার থেকেই পান না।

বর্তমান যুগে নারী ও পুরুষের কোনো ভেদাভেদ নেই তাই প্রত্যেকের সমান ব্যবহার পাওয়া উচিত।
নারী ও পুরুষ কেউই ছোটো বা বড় নন। অহল্যা সংঘের কার্যক্রম নারীকে করে তোলে বলশালীনি যাতে সে কখনই মূক নির্যাতিত হয়ে না থাকে। মার্শাল আর্টের শিক্ষাও এই কার্যক্রমের মাধ্যমে দেওয়া হয়ে থাকে।
আমাদের দেশের মহিলারা যখন বাড়ির বাইরে পা রাখেন তখন থেকেই তাদেরকে বিভিন্ন নির্যাতন সইতে হয়। আমাদের মনে রাখতে হবে যে অহল্যা সংঘ এবং নারী স্বাধীনতা দুটো ভিন্ন ।এই সংঘ মানবতার নিমিত্তে কার্য করে এবং তার মূল ভিত্তি হলো সত্য, ন্যায় ও নৈতিকতা। 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.