পরম পূজ্য অনিরুদ্ধ বাপু উপস্থিত সবাইকে অবগত করেন যে আমরা অধিক মাসে (পঞ্জিকা মতে বছরের একটি মাস যা অধিক হিসেবে গণ্য হয়) পদার্পণ করেছি এবং এই পবিত্র মাসে আমাদের অধিক পরিমানে ঈশ্বর সম্বন্ধীয় মন্ত্র উচ্চারণ ও পাঠ করা উচিত যা আমাদের অন্তরের শক্তিকে জাগরিত করবে।
পরম পূজ্য অনিরুদ্ধ বাপু আমাদের আরও বলেন যে তাঁর এই তপস্যার (উপাসনা) দ্বিতীয় অধ্যায়ে তিনি একটি বিশেষ ব্রত শুরু করেছেন। এই বিশেষ ব্রতটি হলো আদিমাতার উদ্দেশ্যে প্রার্থনা এবং এই ব্রতর প্রথম দিনেই আদিমাতা এই প্রার্থনা শুনেছেন এবং তিনি আমাদের পরম পূজ্য বাপুকে বর দান করেছেন। পরম পূজ্য অনিরুদ্ধ বাপু গৃহীত সেই বরটি নিম্নে উল্লেখ করা হলো:
" মাতা চন্ডিকা ও তাঁর পুত্র শ্রী অনিরুদ্ধর উপর যে শ্রদ্ধাবানের অপরিসীম বিশ্বাস রয়েছে তাঁর মৃত্যু কোনদিন হবে না। সে জন্ম নেবে এক লোক থেকে অন্য লোকে অর্থে মৃত্যু লোক হতে পরমাত্ম লোকে (ভর্গ লোক)।
শুধু তাই নয়ে সেই শ্রধাবানের প্রারব্ধ (কর্মফল) সম্পূর্ণ বিলুপ্ত হবে এবং সে শুধু জন্মাবে সত্য প্রেম ও আনন্দর আস্বাদ গ্রহণ করতে। তার পরজন্মে দুঃখের কোন স্থান থাকবে না।"এই পরম সৌভাগ্য প্রাপ্তি তখনি হবে যখন কোন শ্রদ্ধাবান মাতা চন্ডিকা ও তাঁর পুত্র শ্রী অনিরুদ্ধর উরর পূর্ণ বিশ্বাস ও শ্রদ্ধা রাখবে এবং পূর্বে উল্লিখিত বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে মাতা চন্ডিকার সামনে দাড়িয়ে উচ্চারন করবে -
"এই মুহূর্ত থেকে আমার আর কোন মৃত্যু নেই, আমার জন্ম হবে শুধু পরম পূজ্য অনিরুদ্ধ বাপুর আশির্বাদ ও ভালবাসা আস্বাদন করার জন্য।"
যারা সেইসময়ে উপস্থিত ছিলেন না তাদের চিন্তার কিছু নেই। পরম পূজ্য অনিরুদ্ধ বাপু এই আশ্বাস দিয়েছেন যে যারা সেই সময় হরিগুরুগ্রামে উপস্থিত ছিলেন না তারা যবে এই কথা প্রথম শুনবেন তবে থেকে এই উপকারিতার ভাগিদার হবেন ।
এই কলিযুগে আমরা সর্বক্ষণ চরম অনিশ্চয়তার সম্মুখীন হই, অসুবিধা, ক্লেশ, দৈন্য আমাদের নিত্য সঙ্গী। আনন্দময় শান্তির জীবন আমাদের নিকট অলীক স্বপ্ন। কিন্তু আমারা সদ্ গুরু পরম পূজ্য অনিরুদ্ধ বাপুর নিকট হতে অনাবিল আনন্দ লাভের বর লাভ করেছি। শ্রী রাম
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.